মূল পাতা আন্তর্জাতিক ‘অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, আমরা পাকিস্তানকে পরীক্ষার মধ্যে রেখেছি’
শেখ আশরাফুল ইসলাম 16 May, 2025 02:34 PM
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আমরা পাকিস্তানকে পরীক্ষার মধ্যে রেখেছি। যদি দেখা যায় তাদের আচরণে উন্নতি হচ্ছে, তবে ঠিক আছে। অন্যথায় তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন পর্যন্ত যা ঘটেছে তা কেবল একটি ট্রেলার ছিল। সঠিক সময় এলে আমরা পুরো চিত্র বিশ্বকে দেখাব।
শুক্রবার (১৬ মে) ভারতের ভুজ বিমান ঘাটিতে যোদ্ধাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজনাথ সিং বলেন, অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বিমান বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, অপারেশন সিঁদুরের সময় তোমরা যা কিছু করেছ, তা সমস্ত ভারতীয়কে গর্বিত করেছে। পাকিস্তানে লালিত ‘সন্ত্রাসবাদকে’ ধ্বংস করার জন্য ভারতীয় বিমান বাহিনীর জন্য মাত্র ২৩ মিনিট যথেষ্ট ছিল।
তিনি বলেন, আমি যদি এভাবে বলি, তাহলে ভুল হবে না যে, একজন মানুষের নাস্তা করতে যতটুকু সময় লাগে, ততটুকুর মধ্যে তোমরা শত্রুদের মোকাবেলা করেছ। শত্রুদের দেশে গিয়ে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছ। আর এর গর্জন শুধু ভারতের মধ্যে ছিল না, সমগ্র বিশ্ব দেখেছে।
সূত্র : এএনআই